চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ভারসাম্যহীন বৃদ্ধা-মহিলার আত্নীয়-স্বজনদের সন্ধান চাই

প্রকাশ: ৫ আগস্ট, ২০২৩ ৩:৩৯ : অপরাহ্ণ

আরাফাত মজুমদার, চট্টগ্রাম : কিছুটা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা-মহিলা রঞ্জু বেগম,স্বামী-ঠান্ডা মিয়া,ছেলে-মোহাম্মদ সেলিম,মেয়ে-নার্গিস, নাসিমা,সাং-মান্নানের মাগোর বাড়ি,

সাং-ডোবার দিঘীর পাড়,নিশ্চিন্ত পাড়া,ছেলের স্ত্রী-শামীমা,নাতির নাম-সামি বলতে পারে?বর্নিত বৃদ্ধা মহিলাকে অদ্য ইং ০৫/০৮/২০২৩ তারিখ বেলা অনুমান ১২.৪০ ঘটিকায়

সময় হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় স্হানীয় লোকজন খুঁজিয়া পায়।

 

উক্ত মহিলাকে কেউ চিনে থাকলে অথবা তার কোন আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া গেলে হালিশহর থানায় যোগাযোগ করার জন্য বলা হইল।

Print Friendly and PDF