চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, ডুবেছে মেয়রের বাড়ির উঠানও

প্রকাশ: ৪ আগস্ট, ২০২৩ ৩:৫২ : অপরাহ্ণ

মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিপাতে ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় অবরুদ্ধ নগরবাসী। পানিতে ডুবেছে খোদ সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িও। এমতাবস্থায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।পাশাপাশি কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

 

 

আজ শুক্রবার (৪ আগস্ট) চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতেই কোমরসমান পানিতে তলিয়ে গেছে নগরী। পানির নিচে চলে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। পানিতে ডুবে গেছে যানবাহন। ঘর থেকে বের হয়ে বিপাকে সাধারণ মানুষ।

বৃষ্টির পানিতে নগরের কর্নেলহাট সিডির আবাসিক এলাকা, চান্দগাঁও, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, চাক্তাই, চান্দগাঁও, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।

 

 

এদিকে, বৃষ্টিতে মেয়রের দোতলা বাড়ির উঠানে জমেছে হাঁটুপানি। বাড়ির নিরাপত্তাকর্মীরা জানান, গত রাতে বৃষ্টি শুরুর পর থেকে সামনের রাস্তায় পানি জমতে শুরু করে। ভোরে ভারি বৃষ্টিতে পানি উঠানে চলে আসে।

মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী মোস্তফা জামাল চৌধুরী বলেন, এর আগেও মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি উঠেছিল। তবে এই বছর আজ প্রথম পানি উঠল।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প হাতে নেওয়া হয়। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে, কাজ পুরোপুরি শেষ হতে সময় লাগবে ২০২৫ সাল পর্যন্ত। বেড়েছে ব্যয়ও।

এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের কারণে আগামী কয়েক দিন থাকবে এ বৃষ্টিপাত।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF