চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘দুর্যোগে সবসময় মানুষের পাশে ছিল আওয়ামী লীগ’

প্রকাশ: ৪ আগস্ট, ২০২৩ ৩:৪০ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দুর্যোগে দূর্বিপাকে সবসময় মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। বিএনপিকে কখনো দুর্যোগের সময় পাওয়া যায় না।

আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশক নিধন ও সচেতনতা শীর্ষক কর্মসূচিতে একথা বলেন তিনি।

 

 

তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর নিধনে রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগের কৃষক লীগ প্রথম শুরু করেছে কর্মসূচি। কিন্তু আর কোন দল ডেঙ্গু নিধনে কোন কর্মসূচি দেয়নি।

তিনি বলেন, ডেঙ্গু মশা থেকে বিএনপি আরও ভয়ংকর। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি জ্বালাও পোড়াও করে, মানুষ হত্যা করে।

তারেক জিয়া, খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে অংশ নিতে দেয় না বলেও অভিযোগ করেন তিনি।

 

Print Friendly and PDF