চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা আজ

প্রকাশ: ৩ আগস্ট, ২০২৩ ২:৫৮ : অপরাহ্ণ

এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে থাকা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা হবে। বিসিবির মিডিয়া জেনারেল ম্যানেজার রাবীদ ইমাম এ তথ্য জানিয়েছেন।

 

গত তিনদিন ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং নিয়ে কাজ করেছে বিসিবি। এর পরিপ্রেক্ষিতেই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা হবে। ফিটনেস পরীক্ষার পর ৩২ জন থেকে খেলোয়াড় কমিয়ে ২০ থেকে ২২ জনকে দলে রাখা হবে।

 

হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে অনুশীলনে যোগ দেবেন আগামী সপ্তাহে। এরপর ৮ই আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ব্যাট-বলের অনুশীলন।

 

Print Friendly and PDF