চট্টগ্রাম, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা

প্রকাশ: ২ আগস্ট, ২০২৩ ৯:৩৭ : পূর্বাহ্ণ

দীর্ঘ একুশ বছর ধরে বন্ধ থাকার পর আগামীকাল (বৃহস্পতিবার) থেকে চালু হচ্ছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। ইতিমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এমন খবরে খুশি সকলেই। আর কর্তৃপক্ষ বলছে, নতুন করে কারখানাটি চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার উন্নয়নে আরও একধাপ এগিয়ে যাবে।

 

 

১৯৭৫-৭৬ অর্থবছরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় প্রায় সাড়ে তিন একর জমিতে নির্মাণ করা হয় রেশম কারখানা। জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে। পরে ২০০২ সালে লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া হয় কারখানাটি। ২১ বছর পরে আবারও চালু হচ্ছে এই কারখানা। ২ মাস আগে রেশম বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির মাধ্যমে কারখানাটি লিজ নেয় জেলার সুপ্রিয় গ্রুপ।

 

 

কারখানা চালু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা করা হয়েছে সকল যন্ত্রপাতিও। শাড়ি পাঞ্জাবি পর্দাসহ পনেরো ধরনের কাপড় উৎপাদনে এরই মধ্যে শ্রমিক নিয়োগ করা হয়েছে রেশম কারখানায়। এটি চালু হওয়ার খবরে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষসহ খুশি সবাই।

 

 

সকলের সহযোগিতায় রেশম শিল্পের সুদিন ফিরবে বলে জানান সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান মো. বাবলুর রহমান ।

কারখানা চালু হলে জেলার বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF