চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে ফাইনাল খেলা হবে: ওবায়দুল কাদের

প্রকাশ: ২ আগস্ট, ২০২৩ ১০:৪৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। বিএনপির একদফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর ভেঙে গেছে। তারা আর পারবে না। খাদে পড়া দলের দফাও বাস্তবায়ন হবে না। বুধবার ( ২ আগস্ট ) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তো ঘোষণা করে দিয়েছি, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা। আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি, নির্বাচনেও আছি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা কেউই পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কেউ জানেনা। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।

আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, তিস্তার পানির ভাগ পাবেন। যার নেতৃত্বে আমরা গঙ্গার পানি পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাব। ধৈর্য্য ধরেন, আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় মাটির গভীরে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF