চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ই আগস্ট বাংলাদেশে আসবে আইসিসি বিশ্বকাপ ট্রফি

প্রকাশ: ১ আগস্ট, ২০২৩ ৫:৪৮ : অপরাহ্ণ

চলতি বছর একদিনের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা বাড়াতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ট্রফি নেয়া হচ্ছে। এই বিশ্বকাপ ট্রফি দেখে যেনো ভক্তদের মাঝে আসন্ন বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বাড়ে সেজন্যই আইসিসি এই উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৭ই আগস্ট বাংলাদেশে আসবে আইসিসি বিশ্বকাপ ট্রফি।

 

 

এর আগেও একদিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরুর পূর্বে ট্রফি বাংলাদেশে এসেছিলো। অন্যান্যবারের মতো এবারো বিশ্বকাপ ট্রফি সাধারণ ক্রিকেট প্রেমীদের জন্য উন্মুক্ত রাখা হবে। পদ্মা সেতুতে এবার ট্রফি নিয়ে ফটোসেশনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুঠোফোনে বৈশাখী অনলাইনকে এতথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

তবে পদ্মা সেতুতে সাধারণ ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ ট্রফির সামনে ফটোসেশন করার সুযোগ পাবে না। তাদের জন্য অন্য কোথাও ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF