প্রকাশ: ১ আগস্ট, ২০২৩ ৫:৪৬ : অপরাহ্ণ
হেড থেকে গোল করে সবাইকে ছাড়িয়ে রেকর্ড করলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। এতে রেকর্ড ভাঙলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলারের।
গতকাল সোমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ১-৪ গোলে জয় তুলে নেয় আল নাসর। ম্যাচের ৭৪তম মিনিটে হেড থেকে দুর্দান্ত এক গোল করেন রোনালদো। পেছনের পোস্টের ডান দিক থেকে ক্রস পেয়ে ট্রেডমার্ক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
জার্মান মুলার তাঁর ক্যারিয়ারে ১৪৪ বার হেড থেকে গোল করেছিলেন। রেকর্ডটি এখন রোনালদোর দখলে।
সবমিলিয়ে ৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনালদো। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এ নিয়ে টানা ২২ মৌসুমে গোল করার কীর্তিতে নিজের নাম লিখিয়েছেন তিনি।
সূত্র – বৈশাখী অনলাইন