চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন রোসাটমের মহাপরিচালক

প্রকাশ: ৩১ জুলাই, ২০২৩ ২:২৮ : অপরাহ্ণ

একদিনের সফরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ রোববার (৩০ জুলাই) রাতে ঢাকায় আসছেন। সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে লিখাচেভের। তবে এটা নিশ্চিত নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার পর তিনি রূপপুরে যাবেন কিনা।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য রাশিয়া থেকে ৫০ টন নিউক্লিয়ার ফুয়েল আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে।

এ চালান সমুদ্রবন্দর দিয়ে এদেশে নিয়ে আসবে রোসাটম। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের এ সফরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র চালুর আগে চলে আসা নিউক্লিয়ার ফুয়েলের সংরক্ষণ, কীভাবে এটি নিরাপত্তার সঙ্গে পাবনায় নেয়া হবে, সেসব বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা বা কর্মযজ্ঞ জানতে চাইবেন লিখাচেভ।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF