প্রকাশ: ৩১ জুলাই, ২০২৩ ২:৩২ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে প্রধানমন্ত্রীত্ব বড় কিছু নয়, বঙ্গবন্ধুর মতোই জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই। আন্দোলনের নামে কেউ জ্বালাও পোড়াও সহিংসতা করলে বরদাশত করা হবে না।
এসময় তিনি প্রশাসনের লোকজনদের জনগণের সেবক হতে বলেছেন
আজ সোমবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে ১২টি ক্যাটাগরিতে ২৮ কর্মচারি ও দুই প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অতীতে সংবিধান লঙ্ঘন করে বারবার ক্ষমতা দখল করায় দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়ন দেশে পরিণত হয়েছে।
শেখ হাসিনা বলেন, এক সময় বাংলাদেশকে চিনতো দুর্যোগের, গরিব দেশ হিসাবে। আর আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।
সূত্র – বৈশাখী অনলাইন