চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: ৩১ জুলাই, ২০২৩ ১০:০৪ : পূর্বাহ্ণ

বিএনপির জনসমাবেশ রাজধানীর নয়া পল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আজ বেলা ৩টায় এ সমাবেশ শুরু হবে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয়, সোমবার বেলা ৩টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জনসমাবেশে সকল নেতাকর্মীকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গত শনিবার ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে সোমবার মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF