চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সোমবারের সমাবেশ স্থগিত

প্রকাশ: ৩০ জুলাই, ২০২৩ ৩:২৯ : অপরাহ্ণ

আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের আগামীকাল সোমবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি এ কথা জানান।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ দিয়েছিল।

এই দিন বিএনপিরও সারা দেশে সমাবেশ রয়েছে।

তবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর সমাবেশটি স্থগিত করে থানায় থানায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।

প্রলয় সামাদ্দার বাপ্পি জানান, কর্মসূচি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমাদের কর্মসূচির পরবর্তী তারিখ ও স্থান নির্ধারণ করে পরে জানানো হবে। তবে এই দিন নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

 

Print Friendly and PDF