চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩ ১১:১৭ : পূর্বাহ্ণ

শনিবার ঢাকার প্রবেশমুখে কোনো রাজনৈতিক দলকেই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমশিনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮শে জুলাই) রাতে এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

 

 

তিনি বলেন, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছ থেকে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনার ভিত্তিতে শনিবারের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

 

 

প্রসঙ্গত, ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৮শে জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগও। শনিবার সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছে দলটি।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF