চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রাথমিক ক্যাম্পে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩ ৪:৩৯ : অপরাহ্ণ

বিশ্বকাপে অনিশ্চিত হলেও বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে ফেরার পর থেকেই গুঞ্জন ছিল স্কোয়াডে ফিরছেন তিনি। বোর্ডের একাধিক কর্তা জানিয়েছেন বিষয়টি নির্ভর করছে নির্বাচক প্যানেলের উপর। ঘরের মাঠে গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ঘরের মাঠে বাজে ফর্মের জেরে বাদ পড়েন এ ক্রিকেটার।

 

 

সোমবার শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। ৮ আগস্টের আগে ২০ সদস্যের দল দিতে চায় নির্বাচকরা।

রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। সর্বশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ, বিশ্বকাপে। সেজন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটি কাটালেও একক অনুশীলন শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF