প্রকাশ: ২৮ জুলাই, ২০২৩ ৩:০৭ : অপরাহ্ণ
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে তিন দশকের বেশি সময় পর গত বৃহস্পতিবার মহররমের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে শ্রীনগর শহরের গুরু বাজার থেকে শুরু হয়ে ডাল গেটে গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার শিয়া মুসলিম অংশগ্রহণ করেন। আজ শুক্রবার (২৮শে জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানিয়ছে ।
সংবাদমাধ্যম জানায়, জম্মু-কাশ্মীরে বছরের পর বছর তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিতে শুরু করলে ১৯৮৯ সালে তা নিষিদ্ধ করে দেয় ভারত সরকার। পরে এই মিছিলের অনুমতি দেওয়ার জন্য চলতি সপ্তাহে শিয়া সম্প্রদায়ের নেতারা অঞ্চলটির প্রশাসনিক প্রধান মনোজ সিনহার সঙ্গে দেখা করেন। এ সাক্ষাতের পর তাদের অনুমতি দেওয়া হয়। তবে শর্ত থাকে রাষ্ট্র বা সেনাবাহিনীর বিরুদ্ধে যায় এমন স্লোগান দেওয়া যাবে না।
এদিকে আগামীকাল শনিবার মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা। আশুরার দিন তাজিয়া মিছিলের চেয়েও বড় মিছিল বের করবেন সুন্নি মুসলমানরা। এ মিছিলটি শহরের কেন্দ্রস্থলে আবি গুজার এলাকা থেকে শুরু হয়ে সাত কিলোমিটার দূরের জাদিবাল এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মিছিলের অনুমিত এখনো দেয়নি কর্তৃপক্ষ।
সূত্র – বৈশাখী অনলাইন