চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের দাম হবে সর্বকালের সর্বোচ্চ

প্রকাশ: ২৭ জুলাই, ২০২৩ ১০:১২ : পূর্বাহ্ণ

অতি দ্রুত কঠোর মুদ্রানীতির ইতি টানতে যাচ্ছে ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি মন্দার শঙ্কা বিদ্যমান রয়েছে। এতে আগামী দেড় বছর স্বর্ণের বাজার চাঙা থাকবে। বিখ্যাত মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগ্যান চেজ এ পূর্বাভাস দিয়েছে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাদ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, জেপিমরগ্যানের ষান্মাসিক (৬ মাস) আভাস আমলে নিয়ে বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের (২০২৩ সাল) দ্বিতীয়ার্ধে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম থাকবে ২০১২ ডলারের আশেপাশে।

 

 

আর গ্লোবাল কম্মোডিটিজ রিসার্চের নির্বাহী পরিচালক গ্রেগ শিয়ারার নিজের সবশেষ গবেষণা প্রতিবেদনে বলেন, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি স্বর্ণের গড় দর থাকবে ২১৭৫ ডলারে। মার্কিন অর্থনীতি মন্দার মধ্যে পড়লে যা আরও ওপরে উঠবে।

তিনি বলেন, মন্দার শঙ্কা জেঁকে বসেছে। আক্রমণাত্মক মুদ্রানীতি থেকে সরে আসছে ফেড। কিছুদিনের মধ্যে সুদের হার কমাতে পারে তারা। এতে বুলিয়ন মার্কেটে উলম্ফন দেখা যাবে।

 

 

গ্রেগ শিয়ারার বলেন, সামনের দিনগুলোতে ডলারের তেজ কমবে। তাতে স্বর্ণের দাম বাড়বে। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে সর্বকালের সর্বোচ্চে উঠবে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য। বর্তমানে সেই স্তরেই রয়েছে এটি।

বুধবার (২৬ জুলাই) ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড। ধারণা করা হচ্ছে, এটিই তাদের শেষ সুদহার বৃদ্ধি। এতে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে।

 

 

বিশ্ব ইতিহাসে অদ্যাবধি আউন্সপ্রতি স্বর্ণের সর্বোচ্চ মূল্য ২০৭৫ ডলার। ২০২০ সালে এ স্তরে পৌঁছে দুঃসময়ের বন্ধু ধাতুটি। বিশ্লেষকদের মতে, বর্তমানে তা সেই পর্যায়েই আছে। বিশ্বব্যাপী সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি দেখা যাচ্ছে। সেটা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে স্বর্ণের দর ঊর্ধ্বমুখী থাকবে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF