চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

প্রকাশ: ২৬ জুলাই, ২০২৩ ১১:০০ : পূর্বাহ্ণ

 ডেঙ্গু এবার ছড়িয়েছে সারাদেশেই। দিন যত যাচ্ছে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  রোগীর সংখ্যা ততই বাড়ছে। রোগীর চাপ বাড়ায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। পরিস্থিতি  মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।

 

 

দিন যত যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব ততই বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সময়ের সাথে সাথে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু রোগীর সংখা বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

 

 

কিশোরগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে। জেলায় এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। এর মধ্যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬০জন। হাসপাতালটিতে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক জানালেন চাপ সামাল দিতে শয্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে।

 

 

শেরপুরের নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে  শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সকল প্রস্তুতি রয়েছে বলে জানালেন জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য।

ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানালেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক।জনসচেতনতা বাড়ানো না গেলে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সহসাই মুক্তি মিলবেনা বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF