চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে র‌্যাবের অভিযানে মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২৫ জুলাই, ২০২৩ ১০:২৮ : পূর্বাহ্ণ

শেরপুরে র‌্যাব-১৪ এর অভিযানে হেরোইনসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটকে করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের মধ্যশেরী এলাকার তিন তলা ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক সুলতান মাহমুদ বাবু (৪২) শহরের গৌরীপুর এলাকার মৃত শামসুল হুদার ছেলে এবং মুন্নি খাতুন (১৯) সুলতান মাহমুদের স্ত্রী। এ সময় তাদের কাছ থেকে ৪৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রেস রিলিজে র‌্যাব-১৪ সাংবাদিকদের জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যশেরী এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন তিন তলা বাসায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা হেরোইন একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে র‌্যাব হেরোইন উদ্ধার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে।

 

 

র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ২০ হাজার টাকা। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত বলেও র‌্যাবের পক্ষ হতে জানানো হয়েছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF