চট্টগ্রাম, বুধবার, ৮ মে ২০২৪ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন বানচাল করতে প্রতিহতের ঘোষণা: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৩ ২:২২ : অপরাহ্ণ

নির্বাচন প্রতিহতের ঘোষণা নির্বাচন বানচাল বা নষ্ট করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  সোমবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর নব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তির কারণে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

দলটিকে পূর্ণশক্তি নিয়ে নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

বিএনপির সমাবেশ চলাকালীন ইন্টারনেট বন্ধ করার বিষয়ে মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না; বরং বিএনপি তাদের এজেন্ট ব্যবহার করে সরকার এবং দেশের বিরুদ্ধে বিষদগার করছে।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF