চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া তাসকিনকে নিয়ে যা জানাল বিসিবি

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৩ ৫:৩৮ : অপরাহ্ণ

ক্যারিয়ারের সেরা সময় কাটচ্ছেন তাসকিন আহমেদ। রয়েছেন দুর্দান্ত ফর্মে। ছন্দে থাকা তাসকিন নিয়মিতই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার ডাক পান। তবে জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি-টেন দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করেছেন এই পেস তারকা। ১০ ওভারের ওই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তাসকিন।

 

 

উড়তে থাকা তাসকিন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। সোমবার (২৪ জুলাই)  বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।

এদিকে, তাসকিনের লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি জানান, এলপিএলে খেলার জন্য তাসকিন এনওসি চাইলে বিষয়টি ভেবে দেখবে বিসিবি।

গণমাধ্যমকে শাহরিয়ার নাফীস বলেন, ‘আমরা জানতে পেরেছি তাসকিন একটা প্রস্তাব পেয়েছে। সে এখনো
আমাদের কাছে এনওসি চায়নি। সে এলপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সে অনাপত্তিপত্র চাইলে আমরা আলাপ করব।’

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। শেষ পর্যন্ত তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেওয়া হয় কি না সেটিই এখন দেখার বিষয়।

Print Friendly and PDF