চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেরা

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৩ ৯:৫৭ : পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা শেষে আজ সারাদেশে মাছ ধরতে সাগরে নেমেছেন জেলেরা। এর আগে সাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার রাত ১২টায়। সোমবার দিবাগত রাত থেকেই জেলেরা মাছ শিকারে সাগরে নেমেছেন। ৬৫ দিন অলস সময় কাটানোর পর পটুয়াখালী ও বরগুনার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, গত বছরের মতো এবারও ২০শে মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। ২৩শে জুলাই রাত ১২টায় এ নিষেধাজ্ঞা উঠে যায়।

 

 

উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বাড়ানো। এসময় সব বাণিজ্যিক মাছের ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হয়। যান্ত্রিক ও আর্টিসানাল মাছ ধরার নৌযান ঘাটে নোঙর করা থাকে। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF