চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে চাষ হচ্ছে ফিলিপিন্সের আনারস

প্রকাশ: ২৩ জুলাই, ২০২৩ ৯:৫৮ : পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে ফিলিপাইনের বিখ্যাত এমডি টু জাতের আনারস। অন্য আনারসের চেয়ে এটি অনেক মিষ্টি ও খোসা পাতলা। এছাড়া সংরক্ষণও করা যায় দীর্ঘ সময়। কৃষিবিভাগ বলছে, সফলভাবে এই জাতের আনারসের আবাদ করতে পারলে লাভবান হবে কৃষক।

 

 

অধিক মিষ্টি ফল হিসেবে পরিচিত ফিলিপাইনের বিখ্যাত এমডি-টু জাতের আনারসের চাষ হচ্ছে টাঙ্গাইলে। জেলার মধুপুর উপজেলায় পাহাড়ী এলাকা আনারস চাষের উপযোগী। সেখানেই পরীক্ষামূলকভাবে ফিলিপাইনের এই জাতের আনারস চাষ শুরু হয়েছে।

 

 

দেশীয় জাতের তুলনায় ফিলিপাইনের আনারস অনেক বেশি মিষ্টি। এছাড়া রপ্তানি উপযোগী এই আনারস সংরক্ষণও করা যায় দীর্ঘ সময়। এর খোসাও অনেক পাতলা। সব মিলিয়ে বেশি লাভজনক হওয়ায় এ জাতের আনারস চাষে ঝুঁকছেন চাষিরা।

দেশের চাহিদা মিটিয়ে এই জাতের আনারস বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।

টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিকভাবে ২২৭ জন কৃষকের মাঝে আট লাখ ৬০ হাজার এমডি-টু জাতের আনারসের চারা বিনামূল্যে বিতরণ করেছে কৃষি মন্ত্রণালয়।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF