প্রকাশ: ২২ জুলাই, ২০২৩ ১১:৪৬ : পূর্বাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মেনেই হবে, এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানের বাইরে কোন দাবি মানা হবে না।
শুক্রবার রাত সাড়ে নয়টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাও এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াত বিশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছে, কারণ তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে, মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সায়েদাবাদীর মায়ের মাজার উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
সূত্র – বৈশাখী অনলাইন