চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চার দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ: ২১ জুলাই, ২০২৩ ২:২১ : অপরাহ্ণ

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মধ্য আমেরিকার চার দেশ নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার জারি করা একটি প্রতিবেদনের অংশ হিসেবে নিষেধাজ্ঞাগুলি এসেছে, যেখানে মধ্য আমেরিকায় গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং দুর্নীতির জন্য অভিযুক্ত ব্যক্তিদের নাম রয়েছে।

 

 

এই নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্ট আছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন, যারা জেনেবুঝে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও এরই মধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF