চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশ: ২১ জুলাই, ২০২৩ ৪:২৭ : অপরাহ্ণ

শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও ভারত ‘এ’ দল। গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

 

অন্যদিকে, ভারতীয় ‘এ’ দল নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। শেষ চারে প্রতিপক্ষ ভারত শক্তিশালী হলেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। গ্রুপ পর্বের খেলাগুলোতে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে সেমিফাইনালে মাঠে নামতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে, ভারতীয় ‘এ’ দলেরও লক্ষ্য হ্রপ পর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেমিফাইনাল খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF