প্রকাশ: ২১ জুলাই, ২০২৩ ৪:৩০ : অপরাহ্ণ
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার সুফল পেলো বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ দল সেমিফাইনাল উঠেছিলো।
২০০৯’র পর এই প্রথম বাংলাদেশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলে। মধ্যপ্রাচ্যের দল কুয়েতের কাছে হেরে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়। বৃহস্পতিবার ফিফা প্রকাশিত ১৯২ থেকে তিন ধাপ এগিয়ে ১৮৯-য়ে উঠে আসে বাংলাদেশ দল।
সাফের সেমিফাইনালে উঠায় বাংলাদেশের ২ দশমিক নয় চার পয়েন্ট বেড়েছে এই র্যাঙ্কিংয়ে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে।
সূত্র – বৈশাখী অনলাইন