চট্টগ্রাম, বুধবার, ৮ মে ২০২৪ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ জুলাই, ২০২৩ ১০:২৬ : পূর্বাহ্ণ

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৯শে জুলাই) সন্ধ্য ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংকট তৈরির আশঙ্কার প্রেক্ষাপটে জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি। গেল বছরের ১৫ই মার্চ সর্বশেষ বৈঠক হয়েছিল তাদের।

 

 

আওয়ামী লীগ ও জোট শরিকদের শীর্ষ নেতারা এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরণের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করেছে। দলটি বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

এ পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা হচ্ছে।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF