চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়: তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ জুলাই, ২০২৩ ৪:৪৮ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি সহিংসতার মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তবে দেশে শান্তি বজায়  রাখতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ।

বুধবার (১৯শে জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

 

তথ্যমন্ত্রী বলেন, দেশের ৯টি স্থানে পুলিশ ও আওয়ামী লীগের দলীয় লোকজনের সাথে বিএনপি সংঘর্ষে জড়িয়েছে । বিএনপি সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটি অরাজকতা পরিস্থিত সৃষ্টি করতে চায়।

বিএনপি যে সাংঘর্ষিক রাজনীতি ও জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বেরিয়ে আসেনি, গতকালের সংঘর্ষ তারই প্রমাণ বলেও জানান তথ্যমন্ত্রী।

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ষড়যন্ত্রমূলক এবং ভোট গ্রহণের শেষ পর্যায়ে এমন হামলার ঘটনার মানেই হচ্ছে নির্বাচনকে কলঙ্কিত করা। খুব দ্রুত এর রহস্য উদঘাটন হবে বলেও মনে করেন হাছান মাহমুদ।

 

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF