চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ফুটবলে আর ফিরবেনা রোনালদো

প্রকাশ: ১৮ জুলাই, ২০২৩ ৫:০৯ : অপরাহ্ণ

গতবছর ইউরোপের ফুটবল ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন আল নাসেরে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সৌদি লিগে খেলতে গিয়ে ভক্তদের হতাশায় ভাসিয়েছিলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হেগের সঙ্গে বনিবনা না হওয়ায় ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

 

 

এদিকে, রোনালদো সৌদি লিগে যোগ দেয়ার পর অনেকেই ভেবেছিলেন এটা সাময়িক সময়ের জন্য। পর্তুগীজ মহাতারকা হয়তো আবার ফিরবেন ইউরোপিয়ান প্রতিযোগিতায়। আল নাসেরে জার্সি গায়ে জড়ানোর পর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেয়ার গুঞ্জনও ওঠেছিল তখন। তবে এখনো পর্যন্ত মরুর দেশটিতেই খেলছেন তিনি।

আল নাসেরের হয়ে গতকাল রাতে মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিলেন রোনালদো। ম্যাচ শেষে কথা বলেছেন নিজের আবার ইউরোপের ফেরার ব্যাপারে। পর্তুগীজ মহাতারকা বলেন, ‘আমি আর ইউরোপিয়ান ফুটবলে ফিরবো না, সে দরজা একেবারে বন্ধ হয়ে গেছে।’

 

 

নিজের বয়সের কথা স্মরণ করিয়ে দিয়ে রোনালদো বলেন, ‘আমার বয়স এখন ৩৮, আর ইউরোপিয়ান ফুটবলও এর মান হারিয়েছে। শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ ভালো পর্যায়ে আছে।’

তিনি সৌদি লিগের দরজা অন্যান্য ফুটবলারদের জন্য খুলে দিয়েছেন এমন দাবি করে রোনালদো বলেন, ‘এখন অনেক তারকা ফুটবলাররা এখানে খেলতে আসছে কারণ আমি সে সম্ভাবনা তৈরি করেছি।’

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF