চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: ১৮ জুলাই, ২০২৩ ১১:৫৬ : পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

পুলিশ বলছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

 

 

অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ওই পথে না গিয়ে গাড়িগুলো বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF