প্রকাশ: ১৭ জুলাই, ২০২৩ ১২:১৪ : অপরাহ্ণ
নিউইয়র্ক জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার প্রাঙ্গণে চার দিনব্যাপী জমে উঠেছে বাংলা বইমেলা। মেলায় বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত চার দিনব্যাপী বইমেলা শেষ হবে আজ।
মেলা উপলক্ষে আদনান সৈয়দের সম্পাদনায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ সংকলন। মেলা প্রাঙ্গণের সমরেশ মজুমদার মঞ্চে প্রদান করা হয় আজীবন সম্মাননা। এবার সন্মাননা পেয়েছেন সুবীর চৌধুরী ও নূরজাহান বোস। বাণিজ্যিক ব্যবস্থাপনায় বিশ্বের সেরা ৫০ জন থট লিডারের একজন সুবীর চৌধুরী। স্মারক সম্মাননা দেওয়া হয়েছে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান ও বীর প্রতীক ক্যাপ্টেন ডা. সিতারা বেগমকে।
কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাঙ্গালি সাহিত্য সংস্কৃতিপ্রেমীরা জড়ো হয়েছেন এই মেলায়। ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন প্রিয় লেখকের বই।
সূত্র – বৈশাখী অনলাইন