চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৩ ১:১০ : অপরাহ্ণ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং তাদের পক্ষে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকট সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

 

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস  থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ওআইসির পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি উত্থাপিত হয়। মিয়ানমারের অস্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির বিষয়টি সামনে আসে। প্রস্তাবটি উত্থাপনের পর বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সদস্য দেশের মধ্যে মতভেদ দেখা দিলেও দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF