প্রকাশ: ১২ জুলাই, ২০২৩ ৩:০৩ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবাহিনীর তত্ত্বাবধানে যুদ্ধ জাহাজ তৈরি করা দেশের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক।
বুধবার (১২ই জুলাই) পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বাণৌজা শের-ই-বাংলা উদ্বোধন এবং ৪১ পিসিএস এর ৪টি জাহাজ ও ৪টি এলসিইউ এর কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণেই নৌবাহিনী আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। কারো সাথে যুদ্ধ করতে নয় বরং নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে উন্নত সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোবাবেলা এবং সুনীল অর্থনীতির প্রসারে নৌবাহিনী দক্ষতার সাথে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র – বৈশাখী অনলাইন