চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবার’সহ মিয়ামিতে পৌঁছেছেন মেসি

প্রকাশ: ১২ জুলাই, ২০২৩ ১:০৫ : অপরাহ্ণ

পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে ফোর্ট লডারডেল নির্বাহী বিমানবন্দরে পৌঁছান ইন্টার মিয়ামির নতুন এই খেলোয়াড়।

আগামী রোববার বিশ্বকাপজয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মিয়ামি। অভিষেক হতে পারে এ মাসেই।

 

 

সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বিমান থেকে নামছেন মেসি। পরে তারা দ্রুত একটি অপেক্ষমাণ কালো ভ্যানে বিমানবন্দর ত্যাগ করে।

গত জুনে পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেন মেসি। যদিও মেসির সঙ্গে তাদের কত বছরের চুক্তি হয়েছে, সেটা এখনো ঘোষণা করেনি ক্লাবটি।

ধারণা করা হচ্ছে, ইন্টার মিয়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন। ২১শে জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হতে পারে।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF