চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইইউ প্রতিনিধি দলের আগ্রহ নেই

প্রকাশ: ১১ জুলাই, ২০২৩ ১০:২৯ : পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিন সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক হয়। এতে ইলেকশন মনিটরিং ফোরামের ৫ সদস্যের একটি দল অংশ নেয়।

 

বৈঠক শেষে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সকল জাতীয় নির্বাচনের বিষয়ে কথা হয়েছে এই বৈঠকে। ইইউ একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও জানান অধ্যাপক আবেদ আলী।

ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে। তাদের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা।

এই প্রতিনিধি দল ঢাকা সফর শেষে একটি প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF