প্রকাশ: ৯ জুলাই, ২০২৩ ১০:৪৩ : পূর্বাহ্ণ
আসন্ন ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৩৫ জন পর্যবেক্ষক- এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গণমাধ্যমে ইসি’র জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, দুটি উপ-নির্বাচনে চারটি সংস্থা থেকে মোট ৩৫ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
এই কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও যুব উন্নয়ন সংস্থার ৭ জন করে মোট ২১ জন পর্যবেক্ষক হিসেবে ভোটের মাঠে থাকবেন।
অন্যদিকে চট্টগ্রাম-১০ আসনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বিবি আছিয়া ফাউন্ডেশনের ৭ জন করে মোট ১৪ জন পর্যবেক্ষক ভোটের মাঠে থাকবেন। এজন্য তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্বাচন কেন্দ্রস্থলে ৫ জনের বেশি পর্যবেক্ষক থাকতে পারবেন না। এজন্য তাদের নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে এবং ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র – নিউজ ২৪ অনলাইন