প্রকাশ: ৭ জুলাই, ২০২৩ ৩:৩৭ : অপরাহ্ণ
ঈদের ছুটির পর পুঁজিবাজারে লেনদেন কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার। যা ১৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ঋণে সুদের হার বাড়িয়ে দেয়ায় পর পুঁজিবাজারে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা ছিল। কিন্তু তা হয়নি। এই অবস্থায় পুঁজিবাজারকে সচল করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিলেন তারা।
ঈদের ছুটির পর গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনে কিছুটা গতি ফিরে এসেছে। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার। আর শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি ৫৬ লাখ টাকা বেশি। ডিএসই’র প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে।
তবে, পুঁজিবাজারের লেনদেন তলানি থেকে উঠে আসলেও তা সন্তুষ্ট হওয়ার মত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা।
পুঁজিবাজারকে সচল রাখতে নতুন করে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বড় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১১৮টির দাম কমেছে। আর ১৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।
সূত্র –বৈশাখী অনলাইন