চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সফরে আসছে ইইউ প্রতিনিধিদল

প্রকাশ: ৭ জুলাই, ২০২৩ ৩:২৩ : অপরাহ্ণ

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসছে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।

আগামী রোববার (৯ই জুলাই) ঢাকায় আসার কথা রয়েছে ছয় সদস্যের প্রতিনিধি দলটির। ২৮শে জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবে তারা। ঢাকা সফরকালে দলটির সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন।

 

 

একইসঙ্গে তারা আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সুপারিশ করবেন। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে, ইউরোপিয় ইউনিয়নের ৬ পার্লামেন্ট সদস্য বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠিও দিয়েছেন।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF