চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে কাঁচামরিচের বাজারে অভিযান, দামে গড়মিল

প্রকাশ: ৬ জুলাই, ২০২৩ ১২:১৩ : অপরাহ্ণ

কাঁচামরিচের বাজার তদারকি করতে গিয়ে দামের ব্যাপক গড়মিল পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর। মধ্যরাতে রাজধানীর কারওয়ানবাজারে দেশি মরিচের দাম কেজিপ্রতি ৩শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত বলেছে পাইকাররা।

অন্যদিকে ভারতের মরিচের দাম ২শ’ থেকে আড়াইশ’র মধ্যে। তবে, এক বাজারে দামের এতো ফারাক নিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অবাক হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

 

 

রাজধানীর কারওয়ানবাজারে বুধবার মধ্যরাতে হঠাৎই পরিদর্শনে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত কয়েকদিন ধরেই কাঁচামরিচের বাজার তদারকিতে তাদের দল কাজ করে যাচ্ছে।

মরিচের বস্তা কতো টাকায় কেনা এমন প্রশ্নে একেক পাইকার একেক রকম দাম জানান। কেউ বলছেন কেজি প্রতি ৩৫০ টাকা করে কেনা, কেউ বলেন ৩শ’ টাকা। তবে কোন ব্যবসায়ী ক্রয় রশীদ দেখাতে পারেননি।

তবে, ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে অধিদপ্তরের ডিজির কাছে লিখিত প্রতিবেদন দেয়ার কথা জানালেন অভিযার পরিচালনাকারী ভোক্তা অধিকারের সহকারি পরিচালক।

 

 

ব্যবসায়ীরা বলছেন, কেনা বেশি, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। তবে, ভারতীয় কাঁচামরিচ বাজারে চলে আসায় দাম কমে আসছে বলেও জানান তারা।

এভাবে বাজারে অভিযান না চালিয়ে মরিচের মোকামে অভিযান চালানোর দাবি পাইকারদের।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF