চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

প্রকাশ: ৬ জুলাই, ২০২৩ ২:৪৩ : অপরাহ্ণ

সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হলোও তা-ই। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অবসরের ঘোষণা দিয়ে দিলেন বা-হাতি এই ওপেনার।  আজ চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ানডে এই অধিনায়ক।

 

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এ বাঁহাতি ব্যাটার।  সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। ’

অবসর–পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ। ’

এর আগে, ২০২২ সালের জুলাইতে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন।

 

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF