চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশ: ৪ জুলাই, ২০২৩ ২:৪১ : অপরাহ্ণ

সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু জেলাপর্যায় নয়, সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান তার।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনা যাতে আরও বিকশিত হয় সেদিকে নজর রাখতে হবে বলেও জানান তিনি।

এ সময় একটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নকশা করে দেয়ার পরও প্রকল্প নিতে কেন দেরি হলো এমন প্রশ্ন রাখেন তিনি।

শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে এনে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজে লাগাতে হবে। সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির যুগে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তাদের চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে বিকশিত করতে হবে। যেন তারা বাঙালি সংস্কৃতি ভুলে না যায়। ’ এসময় বাংলাদেশ কপিরাইট ভবনের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF