চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাফের ফাইনালে রাতে মুখোমুখি ভারত-কুয়েত

প্রকাশ: ৪ জুলাই, ২০২৩ ৩:০২ : অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রাতে ভারতের মুখোমুখি হবে কুয়েত। আজ মঙ্গলবার ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা আউটডোর স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দক্ষিণ এশীয় পরাশক্তি।

লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এবার নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।

 

অপরদিকে, কুয়েত ১-০ স্কোরলাইনে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র হয়। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা সমর্থকদের। ঘরের মাঠে দর্শকদের সামনে ভারত খেলবে জেতার জন্য। তবে, ছেড়ে কথা বলবে না কুয়েতও।

 

 

সেমিফাইনালে খেলতে পারেননি ভারত দলের সন্দেশ ঝিঙ্গান। তবে ফাইনালের আগে সন্দেশ নির্বাসন কাটিয়ে ফেলেছেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তাঁকে এক ম্যাচে নির্বাসিত হতে হয়। তবে ঝিঙ্গান ফিরলেও, টুর্নামেন্টে ইতিমধ্যেই দুইবার লাল কার্ড দেখা ভারতের কোচ ইগর স্তিমাচ এই ম্যাচেও দলের পাশে ডাগ আউটে থাকতে পারবেন না। কুয়েত দুই দলের গত ম্যাচেই শেষ পর্যন্ত টিকে থেকে ড্র আদায় করে নিয়েছিল। তাই আগেভাগে কিন্তু কিছুই বলা সম্ভব নয়। ফাইনাল উত্তেজনাপূর্ণ হবে বলেই আশা ফুটবল ভক্তদের।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF