চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের সতর্ক থাকার আহবান রাষ্ট্রপতির

প্রকাশ: ৪ জুলাই, ২০২৩ ৩:১৫ : অপরাহ্ণ

পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজেদের দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিম্যান্ট- পিজিআর সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

আজ মঙ্গলবার (চৌঠা জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে পিজিআর এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।

 

 

এসময় রাষ্ট্রপতি বলেন, সময়ের সাথে সাথে প্রেসিডেন্ট গার্ড রেজিম্যান্ট আরো বেশি দক্ষ সুশৃঙ্খল এবং স্বতন্ত্র হয়েছে। সুনামের সাথে পিজিআর দেশের বিভিন্ন প্রয়োজনে কাজ করছে। ভিভিআইপিদের নিরাপত্তা দিতে পিজিআর সদস্যদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও চৌকস হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সবসময় সজাগ ও সতর্ক থাকা এবং চেইন অবকমান্ড মেনে চলার নির্দেশও দেন রাষ্ট্রপতি।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF