চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪১৯ হাজি ফিরেছেন বিমানের প্রথম ফ্লাইটে

প্রকাশ: ৩ জুলাই, ২০২৩ ১১:৪৪ : পূর্বাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৪১৯ জন হাজি। সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে তাদের নিয়ে বিমানের একটি ফিরতি ফ্লাইট আজ সোমবার ভোরে ঢাকায় এসে পৌঁছায়।

 

 

এর আগে রোববার প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩২ জন হাজি। রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে ফ্লাইনাস এয়ারলাইনসের এই ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান হজ ফেরত যাত্রীদের অভ্যর্থনা জানান।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF