প্রকাশ: ৩ জুলাই, ২০২৩ ৪:২৮ : অপরাহ্ণ
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার। এতে মানুষের ঘর বাড়ি প্লাবিত হয়ে দেখা দিয়েছে থাকার জায়গার সংকট।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের নিচু এলাকায় পানি প্রবেশ করছে।
আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসি মানুষ।
জেলার সদর এলাকাসহ ছাতক, তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, মধ্যনগরসহ ছয় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে এলাকার পাঁচ লাখের বেশি মানুষ।
সেইসাথে কৃষিতেও পড়েছে বন্যার বিরূপ প্রভাব। এর ফলে ধানসহ বিভিন্ন জাতের ফসলে পচন ধরবে বলে আশঙ্কা স্থানীয়দের।
সূত্র – নিউজ ২৪ অনলাইন