চট্টগ্রাম, বুধবার, ১ মে ২০২৪ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশ: ২৫ জুন, ২০২৩ ১১:২৬ : পূর্বাহ্ণ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ (রোববার)। ভোরে সৌদি আরবের মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ। বাংলাদেশ থেকে শনিবার মধ্যরাতে ছেড়ে গেছে শেষ হজ ফ্লাইট। শেষ দিনে সৌদি আরব গেলেন ২১শ’ হজযাত্রী।

 

 

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিশ্বব্যাপী ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। করোনা অতিমারির পর এবার হজে সবচেয়ে বেশি মানুষ অংশ নিচ্ছেন।

চলতি বছর হজের জন্য বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার হজ যাত্রীর কোটা পায় সৌদি সরকার থেকে। তবে রেজিস্ট্রেশন করেন- ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন। শেষ পর্যন্ত হজে যাচ্ছেন ১ লাখ ২২ হাজার ৩৩৪ জন। ২২শে জুন শেষ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ১৬৫টি ফ্লাইটে বিমান পরিবহন করেছে ৬১ হাজার ২৭৯ জন। সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করে বাকি যাত্রীদের।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF