চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

প্রকাশ: ২৫ জুন, ২০২৩ ১২:২৫ : অপরাহ্ণ

কয়লা সংকট কাটিয়ে আবার চালু হয়েছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে আনা কয়লার বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর পর আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কয়লা সংকটে গত ২৫শে মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ই জুন দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ করে দেয়া হয়। শুক্রবার রাতে কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ। এরপরই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস প্রক্রিয়া।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF