চট্টগ্রাম, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে ঈদযাত্রা শুরু

প্রকাশ: ২৪ জুন, ২০২৩ ৩:০২ : অপরাহ্ণ

কোরবানি ঈদ উপলক্ষে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন। সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ঈদযাত্রার ট্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রার প্রথম দিন যাত্রী কিছুটা কম থাকলেও কাল থেকে বাড়তে থাকবে চাপ।

 

 

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৮ হাজার যাত্রী কমলাপুর থেকে বিভিন্ন স্থানে যাবে। বিনাটিকিটে ভ্রমণ রোধে কমলাপুরসহ দেশের সব স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ জানান, ঈদ উপলক্ষে মানুষ ট্রেনে রাজধানী ছাড়ছেন। ২৪ থেকে ২৮শে জুন প্রতিদিন ৪১ জোড়া আন্তঃনগর এবং ৩৬ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে।

 

 

এর আগে ১৪ই জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ই জুন দেওয়া হয় ২৪শে জুনের টিকিট। একইভাবে ১৫ই জুন দেওয়া হয় ২৫শে জুনের, ১৬ই জুন ২৬শেজুনের, ১৭ই জুন ২৭শে জুনের এবং ১৮ই জুন দেওয়া হয় ২৮শে জুনের অগ্রিম টিকিট।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF