প্রকাশ: ২৪ জুন, ২০২৩ ১০:৪০ : পূর্বাহ্ণ
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন সৌদি আরবের মক্কায়। ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল (রোববার) থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন।
রোববার (২৫শে জুন) ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।
হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ (শনিবার) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন।
সৌদিতে এ বছর ২৭শে জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮শে জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯শে জুন।
সূত্র – বৈশাখী অনলাইন