প্রকাশ: ২৩ জুন, ২০২৩ ৪:১৭ : অপরাহ্ণ
বার্সেলোনায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকাই গুন্দোগান। বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এ তথ্য নিশ্চিত করেছে।
সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতেন ইলকাই গুন্দোগান। তবে মৌসুম শেষ হতেই সিটিজেনদের ছেড়ে যাওয়ার ঘোষণা দেন ইলকাই।
ফ্রি ট্রান্সফারে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন জার্মান মিডফিল্ডার। যদিও সিটি চেয়েছিল তাকে আরও দুই বছরের জন্য রেখে দিতে। তবে ৩২ বছরের এই তারকার ইচ্ছে ছিল বার্সায় যোগ দেওয়ার। যে কারণে বায়ার্ন মিউনিখ ও পিএসজির প্রস্তাব ফিরিয়ে দেন।
বার্সেলোনা জানিয়েছে, দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন গুন্দোগান। তবে বেতন কত হবে তা নিশ্চিত করেনি কাতালান ক্লাবটি। প্রাক মৌসুমের শুরুতেই তার পরিচয় পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, গুন্দোগানের বদলি হিসেবে ৩০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে মাতেও কোভাসিচকে দলে ভিড়িয়েছে সিটি। শুরুতে তাকে ২৫ মিলিয়ন দিয়ে কিনে পরে আরও ৫ মিলিয়ন বোনাস হিসেবে দেবে তারা।
সূত্র – বৈশাখী অনলাইন